লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত তিন

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:০৫

লক্ষ্মীপুর,২৯ মার্চ ২০২৫(বাসস): জেলার সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা যূথী বেগম (১৮) ও পুত্র সিহাব হোসেন(৩) নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামীসহ আরো তিনজন আহত হন। আজ শনিবার রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়কের তেরবেকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে যূথী বেগমের বুকে ব্যথা অনুভব করায় বাসা থেকে অটোরিকশা করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জোনাকি পরিবহণ নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান যূথী বেগম। এসময় যূথী বেগমের স্বামী শরিফ হোসেন, শিশু সন্তান সিহাব হোসেন, অটোরিকশা চালক আবু তাহের ও তাদের প্রতিবেশি রাজা মিয়া গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা নেয়ার পথে শিশু সিহাব হোসেনের মৃত্যু হয়। অন্যান্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শরীফ হোসেন ও আবু তাহেরের  অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, ঘটনাস্থলেই মারা যান যূথী বেগম। শিশুটি ঢাকা নেয়ার পথে মারা যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা যূথী বেগম ঘটনাস্থলে এবং শিশু সিহাব হোসেন ঢাকা নেয়ার পথে মারা যান। এসময় আরো তিনজন গুরুতর আহত হন। এ বিষয়ে সদর থানায় মামলা ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০