লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত তিন

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:০৫

লক্ষ্মীপুর,২৯ মার্চ ২০২৫(বাসস): জেলার সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা যূথী বেগম (১৮) ও পুত্র সিহাব হোসেন(৩) নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামীসহ আরো তিনজন আহত হন। আজ শনিবার রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়কের তেরবেকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে যূথী বেগমের বুকে ব্যথা অনুভব করায় বাসা থেকে অটোরিকশা করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জোনাকি পরিবহণ নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান যূথী বেগম। এসময় যূথী বেগমের স্বামী শরিফ হোসেন, শিশু সন্তান সিহাব হোসেন, অটোরিকশা চালক আবু তাহের ও তাদের প্রতিবেশি রাজা মিয়া গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা নেয়ার পথে শিশু সিহাব হোসেনের মৃত্যু হয়। অন্যান্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শরীফ হোসেন ও আবু তাহেরের  অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, ঘটনাস্থলেই মারা যান যূথী বেগম। শিশুটি ঢাকা নেয়ার পথে মারা যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা যূথী বেগম ঘটনাস্থলে এবং শিশু সিহাব হোসেন ঢাকা নেয়ার পথে মারা যান। এসময় আরো তিনজন গুরুতর আহত হন। এ বিষয়ে সদর থানায় মামলা ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০