খুলনার বাজারে এসি, ফ্রিজ এবং ফ্যানের বিক্রি বাড়ছে 

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৭:০১
ছবি : সংগৃহীত

খুলনা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে খুলনার বাজারে এয়ার কন্ডিশনার (এসি), রেফ্রিজারেটর (ফ্রিজ), রিচার্জেবল এবং সিলিং ফ্যানের বিক্রি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ক্রেতারা ছুঁটছেন এসব পণ্যের বাজারে।

এপ্রিল, মে এবং জুন মাস ইলেকট্রনিক খুচরা বিক্রেতাদের জন্য শীতল যন্ত্রপাতি বিক্রির সর্বোচ্চ মৌসুম, মার্চ থেকে তাপমাত্রা বৃদ্ধির কারণে এই সময়ের মধ্যে এই পণ্যগুলোর প্রায় ৯০ শতাংশ বিক্রি হয়েছে।

কেডিএ অ্যাভিনিউয়ের বেস্ট ইলেকট্রনিক্সের বিক্রয় নির্বাহী মতিউর রহমান বলেন, বেশিরভাগ গ্রাহক ‘ঈদ সালামি অফার-২০২৫’-এর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন, যা এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন এবং ডিপ ফ্রিজারের উপর ছাড় দেয়া হয়েছে। খুলনার ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এসি এবং ফ্রিজের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ঈদের উৎসবে গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে উৎপাদনকারী এবং আমদানিকারকরা ইতিমধ্যেই তাৎক্ষণিক নগদ ছাড় এবং উপহার প্রদানের মাধ্যমে তাদের পণ্য জনপ্রিয় করে তুলেছেন।

নগরীর লোয়ার যশোর রোডে অবস্থিত এলজি বাটারফ্লাই শো-রুমের বিক্রয় নির্বাহী সাবিরুল আলম আজ বাসসকে বলেন, এসি এবং ফ্রিজের মান এবং সাশ্রয়ী মূল্য তাদের শো-রুমে গ্রাহকদের বিপুল উপস্থিতির মূল কারণ। তিনি বলেন, বেশিরভাগ গ্রাহক ৩৬ মাসের ব্যাংক ইএমআইয়ের কারণে এসি কিনতে আগ্রহী হচ্ছেন।

হাদিস পার্কে অবস্থিত ওয়ালটনের শো-রুমের বিক্রয় নির্বাহী মো. রায়হান খান জানান, ঈদের মাত্র একদিন বাকি থাকায় শেষ মুহূর্তের ফ্রিজ ক্রেতাদের ভিড় মেটাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন।

আজ নগরীর কেডিএ অ্যাভিনিউ এলাকার বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্যের শো-রুমে দেখা গেছে  গ্রাহকরা দেশি-বিদেশি ব্র্যান্ডের ফ্রিজ কিনছেন।

নগরীর শাতিধাম এলাকার একজন গ্রাহক আনিসুল ইসলাম বিদেশি ব্র্যান্ডের ডিপ ফ্রিজ কেনার পর তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটি বিদেশি ব্র্যান্ডের ডিপ ফ্রিজ কিনবো। আমার ছেলে সম্প্রতি মালয়েশিয়া থেকে টাকা পাঠিয়েছে বলে এটি কেনা আমার পক্ষে সম্ভব হয়েছে।’

সরকারি আজম খান কমার্স কলেজের অধ্যাপক ফজল রহমানও বলেন, ‘আমার বোনাস এবং এই মাসের বেতন দিয়ে আমি একটি ডিপ ফ্রিজ এবং একটি রিচার্জেবল ফ্যান কিনেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০