চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী আওয়ামী লীগের আরও ৩১ নেতাকর্মী গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৭:৫১

চট্টগ্রাম, ২৯ মার্চ ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের নিরাপত্তা নিশ্চিত ও অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

আজ শনিবার নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা  হলেন- আব্দুল্লাহ আল মামুন (৪১), সাহাব উদ্দিন (৩৫), বাবুল মিয়া (৩৫), রবিউল হাসান প্রকাশ হাসান (৩৮), সোহেল (৩৪), শাহীন (২৯), মুরাদ হোসেন (৩০), সাগর (২৪), জসিম (৪০), মেহেদী হাসান (২৭), মো. আসিফ (২১), মো. মুন্না (২৫), আসিফ ইবনে আজিজ (২৬), মিজানুর রহমান মিলন (৪৯), আব্দুল হাকিম প্রকাশ রিংকু (২০), নিজাম হাওলাদার (৫৬), মো. সাজ্জাদ হোসেন বাবু (৩০), মো. জুয়েল মীর (৩২)। মাহাবুব হোসেন বিজয় (১৯), আলী (৪৪), মনির (২৫), সাইফুল ইসলাম বাবু (২৩), তৌহিদুল আলম (৩২), হোসেন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), মো. সোহেল প্রকাশ বাচা (৩৩), আরমান (২৫), আবু তারেক (৩১), মুছা সোহেল (৩৪), মো. জাফর (৪৮) এবং আরিফ হোসেন (২৫)।’

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস বিরোধী আইনে ৩১ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০