বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি জেলে

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ২০:৩৩
ছবি : বাসস

কক্সবাজার, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরে এসেছেন। 

আজ শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দীর্ঘ প্রচেষ্টা ও মধ্যস্থতায় তাদের মুক্ত করা হয় বলে জানান কক্সবাজার বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান।

তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত ১ মার্চ সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি প্রথমে পাঁচজনকে আটক করে। পরে ২৫ মার্চ আরও একজনকে আটক করা হয়। এ সময় দুইটি মাছ ধরার নৌকাও জব্দ করে সংগঠনটি।

জেলেদের ফেরাতে বিজিবি শুরু থেকেই তৎপর ছিল। দীর্ঘ আলোচনার পর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উদ্যোগে আজ শনিবার দুপুরে তাদের মুক্ত করা সম্ভব হয়। ফিরে আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান বলেন, ‘নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আটক জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার মধ্য দিয়ে সেটিরই প্রতিফলন ঘটেছে।’

আরাকান আর্মি কর্তৃক ফেরত দেয়া বাংলাদেশী নাগরিকরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মো. সোহেল (১৮), মো. ইসমাইল (৪০), মো. জসিম (১৯), মো. হোসেন আলী (১৪), মো. শফিক (৩৩) এবং টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মো. সাহিন (বোবা) (১২)।

এদিকে, প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জেলেদের পরিবার। স্থানীয়রাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০