ঢাকাসহ চার বিভাগীয় শহরে ১১ এপ্রিল  ‘স্বাধীনতা কনসার্ট’ 

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ২১:২১
ছবি : ফেসবুক

ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে। 

রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব  শহীদউদ্দিন চৌধুরী এ্যানি একথা জানান।

এ্যানি বলেন, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল দেশের চারটি বিভাগীয় শহর- ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতির আলোকে প্রোগ্রামটি সাজিয়েছি। স্বাধীনতা কনসার্ট সুন্দরভাবে আয়োজনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট, গুণী ব্যক্তিত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশনসহ সকলের আমরা সহযোগিতা চাই।’

১১ এপ্রিল বিকেল ৩ টায় শুরু হয়ে কনসার্ট  চলবে রাত ১১টা পর্যন্ত। 

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান বিজয় দিবস উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজন করেছিলো ‘বিজয় কনসার্ট’।

ঢাকার কনসার্টে অংশ নেবেন যে-সব শিল্পী- জেমস্, ফিড ব্যাক, শিরোনামহীন, পাওয়ার সুরেজ, অ্যাফিক, আফটার ম্যাথ, প্রিতম, জেফার, পড়শি, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও  মিফতা জামান।

চট্টগ্রাম ভেন্যুতে থাকবেন- মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকন্সিয়াস, বে অফ বেঙ্গল, তীরোন্দাজ, মেট্রিক্যাল, কিরণ দাস, নাটাই, এমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা এবং রিতু রাজ।

বগুড়ায়- আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব এবং মাহিন।

খুলনা কনসার্টে থাকবেন ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়ে ঘর, বিবর্তন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মুনির খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুখসার রহমান, লিজা এবং পলাশ। 

এর পাশাপাশি এসব কনসার্টে আঞ্চলিক গান, কবিতা পাঠ, কৌতুক পরিবেশিত হবে বলে জানান শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্যে এই প্রজন্মকে সম্পৃক্ত করা। আমরা নতুন প্রজন্মকে অগ্রাধিকার দিচ্ছি। 

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘এই ফাউন্ডেশনের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত আছেন। তার চিন্তা, চেতনা, পরামর্শ এবং দূরদর্শী চিন্তা থেকেই ‘সবার আগে বাংলাদেশ’র আত্মপ্রকাশ। স্বাধীনতা দিবস উপলক্ষে যে কনসার্টের আয়োজন করেছি এটিও সম্পূর্ণভাবে উনার পরামর্শে, উনার গাইডেন্সে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০