সুনামগঞ্জে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:৪৪

সুনামগঞ্জ, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : জেলার জামালগঞ্জ উপজেলার বৌলাই নদে যাত্রীবাহী নৌকা ডুবে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন শিশু। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদের হারারকান্দি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিউটি চক্রবর্তী (৫০), কল্পনা সরকার (৫৫), রোদ্রা সরকার (৪) ও গঙ্গা সরকার (৬)। আহত নিরব সরকার (১০) কে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত বিউটি চক্রবর্তী জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী। কল্পনা সরকার নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিহার সরকারের স্ত্রী ও রোদ্রা সরকার নিহার সরকারের ভাই নিরেন সরকারের কন্যা। গঙ্গা সরকার নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার জেলার মধ্যনগর স্বাপ্তাহিক হাটবার শেষে একটি যাত্রীবাহী নৌকা জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের দূর্গাকান্দি ও মদনাকান্দি গ্রামের ৫০/৬০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক নেয়ার সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার অন্যান্য যাত্রীরা তীর উঠতে পারলেও বিউটি চক্রবর্তী, কল্পনা সরকার, রোদ্রা সরকার ও গঙ্গা সরকার ডুবে যান এবং নিরব সরকার গুরতর আহত হন। নিরব সরকারকে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ সরকার বাসসকে জানান, কল্পনা সরকার, রোদ্রা সরকার ও গঙ্গা সরকার এবং নিরব সরকার উপজেলার দূর্গাকান্দি ও মদনা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আজ রোববার মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০