দিনাজপুরের ৭ উপজেলায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৩:২৫
দিনাজপুরে আজ ঈদের জামাত অনুষ্ঠিত। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ মার্চ ২০২৫ (বাসস): সৌদি আরবের সাথে মিল রেখে জেলা সদরসহ ৭টি উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। আজ রোববার সকাল ৯ টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি পার্টি সেন্টারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই ঈদের জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মহেশপুর গ্রামে অবস্থিত ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক। শহরের বিভিন্ন এলাকা থেকে আগত বেশকিছু সংখ্যক মসুল্লি এখানে নামাজ আদায় করেন। মোনাজাতে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করা হয়। নামায শেষে নিজেদের মধ্যে কোলাকুলি ও কুশলাদি বিনিময় হয়।

ঈদের জামাতের ইমাম মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জানান, জেলার চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জ উপজেলার মশিরহাট গ্রামে, বিরল উপজেলার বনগাঁ জামে মসজিদে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে এবং জোতবানী ইউনিয়নসহ জেলার ৭টি উপজেলায় কয়েক হাজার পরিবারের মানুষ আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় গত ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। তবে সময়ের সাথে এই মুসল্লিদের সংখ্যা বাড়ছে বলে দাবি করেন এই ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। তারা বলেন, আমরা সঠিক রাস্তায় রয়েছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০