দিনাজপুরের ৭ উপজেলায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৩:২৫
দিনাজপুরে আজ ঈদের জামাত অনুষ্ঠিত। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ মার্চ ২০২৫ (বাসস): সৌদি আরবের সাথে মিল রেখে জেলা সদরসহ ৭টি উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। আজ রোববার সকাল ৯ টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি পার্টি সেন্টারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই ঈদের জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মহেশপুর গ্রামে অবস্থিত ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক। শহরের বিভিন্ন এলাকা থেকে আগত বেশকিছু সংখ্যক মসুল্লি এখানে নামাজ আদায় করেন। মোনাজাতে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করা হয়। নামায শেষে নিজেদের মধ্যে কোলাকুলি ও কুশলাদি বিনিময় হয়।

ঈদের জামাতের ইমাম মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জানান, জেলার চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জ উপজেলার মশিরহাট গ্রামে, বিরল উপজেলার বনগাঁ জামে মসজিদে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে এবং জোতবানী ইউনিয়নসহ জেলার ৭টি উপজেলায় কয়েক হাজার পরিবারের মানুষ আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় গত ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। তবে সময়ের সাথে এই মুসল্লিদের সংখ্যা বাড়ছে বলে দাবি করেন এই ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। তারা বলেন, আমরা সঠিক রাস্তায় রয়েছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে এক মাদক কারবারির কারাদণ্ড
কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার 
খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বগুড়ায় দোয়া মাহফিল
২৪ ঘণ্টায় দেশে কেউ করোনা আক্রান্ত হননি
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৮১৫ জন 
জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের
এশিয়া কাপে নিজেদের অভিষেকে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ওমান
সুনামগঞ্জে সুরযন্ত্র বাঁশির ব্যবহার ধরে রাখতে বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা
বেনাপোল বন্দরে রাসায়নিক নিরাপত্তা পরিদর্শন ও প্রশিক্ষণ প্রদান
গোপালগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
১০