দিনাজপুরের ৭ উপজেলায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৩:২৫
দিনাজপুরে আজ ঈদের জামাত অনুষ্ঠিত। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ মার্চ ২০২৫ (বাসস): সৌদি আরবের সাথে মিল রেখে জেলা সদরসহ ৭টি উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। আজ রোববার সকাল ৯ টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি পার্টি সেন্টারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই ঈদের জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মহেশপুর গ্রামে অবস্থিত ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক। শহরের বিভিন্ন এলাকা থেকে আগত বেশকিছু সংখ্যক মসুল্লি এখানে নামাজ আদায় করেন। মোনাজাতে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করা হয়। নামায শেষে নিজেদের মধ্যে কোলাকুলি ও কুশলাদি বিনিময় হয়।

ঈদের জামাতের ইমাম মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জানান, জেলার চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জ উপজেলার মশিরহাট গ্রামে, বিরল উপজেলার বনগাঁ জামে মসজিদে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে এবং জোতবানী ইউনিয়নসহ জেলার ৭টি উপজেলায় কয়েক হাজার পরিবারের মানুষ আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় গত ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। তবে সময়ের সাথে এই মুসল্লিদের সংখ্যা বাড়ছে বলে দাবি করেন এই ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। তারা বলেন, আমরা সঠিক রাস্তায় রয়েছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০