ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, গুরুতর আহত ২

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৪:২৪

ময়মনসিংহ, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : ময়মনসিংহে মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ চারজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ রবিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারি বাজার সংলগ্ন গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গৌরীপুরের দুর্বারচরের নামার বাড়ি এলাকার ওবায়দুর রহমানের স্ত্রী মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), মোহাম্মদ মানিকের স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), ময়মনসিংহ সদরের নাটকঘর লেন এলাকার সাইফুলের দুই কন্যা প্রীতি (৭) ও রীতি (১৪)।

গুরুতর আহত দুই জন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন, গৌরীপুরের ভাংগামারী এলাকার মানিকের কন্যা মাহি (১৬) এবং নজরুলের স্ত্রী শ্যামলী আক্তার (২০)। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক গৌরীপুরগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করার পর আরও একজনের মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার হোসেন বলেন, ‘সকালে রাস্তা ফাঁকা থাকায় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ট্রাকটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।’ নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক পালিয়ে যেতে সক্ষম হন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০