যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৫:৪৫ আপডেট: : ৩০ মার্চ ২০২৫, ১৮:০৯
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র  উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকায় নাশকতার বা হামলার কোনো শঙ্কা নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি আজ রোববার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নাশকতা বা ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গও ঈদের নামাজ পড়তে আসবেন। ঈদগাহ ময়দানের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তক থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে পালিয়ে যারা কলকাতায় অবস্থান নিয়েছে, তারা তো ক্রিমিনাল। কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জান-মালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় অপরাধীদের তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সাথে ঈদ পালন করবে।

তিনি বলেন, ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। কেউ টিকিট কালোবাজারিতে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০