নীলফামারীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৭:০৫
ছবি : বাসস

নীলফামারী, ৩০ মাচর্, ২০২৫ (বাসস) : জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকাল সকাল সাড়ে আটটায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত অনুষ্ঠানের সার্বিক প্রস্ততি সম্পন্ন হয়েছে। এখন চলছে মাঠের সাজসজ্জার কাজ। 

জেলার প্রধান ওই জামাতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধি সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করবেন।

একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ ও গাছবাড়ি পঞ্চপুকুর পাড়া ঈদগাহ মাঠে। জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা মডেল মসজিদ ও এসব উপজেলার প্রধান ঈদগাহ মাঠেও একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
তবে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া আটটায়। পৌনে নয়টায় জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউজ ঈদগাহ মাঠ ও বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগা মাঠে। সকাল নয়টায় কলেজ স্টেশন ঈদগা মাঠ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগা মাঠ ও জোড় দরগাঁ ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সূত্রমতে, এ জেলার ছয় উপজেলার ৬০ ইউনিয়ন ও চার পৌরসভায় ছোট-বড় ১৫০টির বেশি ঈদগাহ রয়েছে। আজ রোববার পর্যন্ত এসব ঈদগাহ মাঠে ঈদুল-ফিতরের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের পথে। এ জেলায় মসজিদের সংখ্যা সাড়ে পাঁচ হাজার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্ব স্ব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি রাখা হয়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মোছাদ্দিকুল আলম জানান, ঈদের জামাত সাধারণত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। তবে ঈদগা ময়দানে জায়গা না হলে একাধিক জামাত অথবা স্ব স্ব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠানে কোন বাধা নেই।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০