সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে : মাওলানা আবদুল কাইয়ূম

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:০৮
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে, একটি যেনতেন নির্বাচনের জন্য ছাত্র-জনতা জীবন ও রক্ত দেয়নি।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে জনগণ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু আগের মতো এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনাগুলো চলমান রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে। কেবলমাত্র একটি নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, পঙ্গুত্ববরণ করেনি। কাজেই কেবল সংস্কার করেই নির্বাচন, এর আগে নয়।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাইয়ূম এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মুহাম্মদ মফিজুল ইসলাম, যুবনেতা মাওলানা শোয়াইব আহমদ। 

দারোরা ইউনিয়ন সভাপতি হাফেজ শরিফুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবনেতা জহিরুল ইসলাম, ছাত্রনেতা মূসা হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয়  বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ অংশ নেন। 

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদেরা যে জন্য রক্ত দিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে সে লক্ষ্যে কাজ করতে হবে। পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসসহ নান অপকর্ম সমাজকে ধ্বংস করেছে, তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে। এগুলোকে শক্ত হাতে দমন করা হবে। অন্যথায় হাজার হাজার ছাত্র-জনতার রক্ত দেয়ার কোন মূল্য থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০