ঈদের নামাজে সিলেটে থাকবে চার স্তরের নিরাপত্তা : এসএমপি কমিশনার

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:২০

সিলেট, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদ-উল-ফিতরে সিলেটে ঈদের নামাজ ও নাগরিক নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি)। 

আজ রোববার বিকেলে সিলেট শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান।

প্রতিবারের ন্যায় এবারও ঈদে সিলেটের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। 

ইতিমধ্যেই মাঠে নামাজ আয়োজনের সবপ্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ঈদগাহ পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ শেষ হয়েছে। 

মাঠ পরিদর্শনে গিয়ে ঈদে জামাত ও ঈদগাহের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘শাহী ঈদগাহে ঈদের নামাজ আয়োজনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। দুই প্রবেশপথে করা হবে তল্লাশি। আশপাশ এলাকায় সড়কে থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা তদারকিতে স্থাপন করা হয়েছে দুটি ওয়াচ টাওয়ার।

এই সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টো আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেটের শাহী ঈদগাহে এবার ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে ঈদের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

শাহী সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)। তিনি নামাজের খুতবা পেশ করবেন এবং নামাজ শেষে মুনাজাত পরিচালনা করবেন। এবারে শাহী ঈদগাহে লক্ষাধিক মুসল্লির সমাগম হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া গরমের কারণে ঈদের দিন শাহী ঈদগাহে মুসল্লিদের সুবিধার্থে প্রবেশপথে পানির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে শাহী ঈদগাহের নিরাপত্তারে জোরদারে কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। তাদের একাধিক ইউনিটকে ঈদগাহে নিরাপত্তায় মোতায়েন করার কথা জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০