সিলেটের হরিপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ পশুর হাট উচ্ছেদ

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২১:০৩ আপডেট: : ৩০ মার্চ ২০২৫, ২১:২৬
ছবি : বাসস

সিলেট, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অবৈধ পশুর হাঁট উচ্ছেদ করেছে প্রশাসন ও যৌথবাহিনী। অবৈধভাবে চোরাইপথে ভারত থেকে আনা পশু এই হাটে বিক্রির অভিযোগ রয়েছে।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসন যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু করে। এর আগে গত ২৬ মার্চ দিনগত রাতে সেনাবাহিনীর একটি  টহল টিম অভিযান চালিয়ে ভারতীয় বেশ কয়েকটি মহিষ জব্দ করলে প্রশাসনের সাথে চোরাকারবারিদের বিরোধ সৃস্টি হয়। এরপর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থান নেয় স্থানীয় প্রশাসন।

ঐ ঘটনা ৭০ জনের নামে মামলা হয়। হামলায় জড়িত পাঁচ জনকে আটক করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

রোববার অবৈধ পশুর হাট উচ্ছেদে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অধিনায়ক (সিও)।

হরিপুর মাদরাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে ওঠা পশু হাটের শেডঘর ও পাকা একটি ভবন ভেঙে ফেলা হয়।

এ সময় অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‌্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অংশ নেয়।

এ সময় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ৪৮ বিজিবির উপ- অধিনায়ক ,র‌্যাব-৯ এর উপ- সহকারী পরিচালক (ডিএডি), জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০