সিলেটের হরিপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ পশুর হাট উচ্ছেদ

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২১:০৩ আপডেট: : ৩০ মার্চ ২০২৫, ২১:২৬
ছবি : বাসস

সিলেট, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অবৈধ পশুর হাঁট উচ্ছেদ করেছে প্রশাসন ও যৌথবাহিনী। অবৈধভাবে চোরাইপথে ভারত থেকে আনা পশু এই হাটে বিক্রির অভিযোগ রয়েছে।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসন যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু করে। এর আগে গত ২৬ মার্চ দিনগত রাতে সেনাবাহিনীর একটি  টহল টিম অভিযান চালিয়ে ভারতীয় বেশ কয়েকটি মহিষ জব্দ করলে প্রশাসনের সাথে চোরাকারবারিদের বিরোধ সৃস্টি হয়। এরপর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থান নেয় স্থানীয় প্রশাসন।

ঐ ঘটনা ৭০ জনের নামে মামলা হয়। হামলায় জড়িত পাঁচ জনকে আটক করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

রোববার অবৈধ পশুর হাট উচ্ছেদে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অধিনায়ক (সিও)।

হরিপুর মাদরাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে ওঠা পশু হাটের শেডঘর ও পাকা একটি ভবন ভেঙে ফেলা হয়।

এ সময় অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‌্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অংশ নেয়।

এ সময় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ৪৮ বিজিবির উপ- অধিনায়ক ,র‌্যাব-৯ এর উপ- সহকারী পরিচালক (ডিএডি), জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
১০