দুই হাজারেরও বেশি পরিবারকে তারেক রহমানের ‘ঈদ উপহার’

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২২:৩৬
দুই হাজারেরও বেশি পরিবারকে ‘ঈদ উপহার’ দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’- ছবি : বাসস

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : বিগত ফ্যাসিস্ট আমলে সারা দেশে আহত ও  গুম-খুনের শিকার দুই হাজারেরও বেশি পরিবারকে ‘ঈদ উপহার’  দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই ‘ঈদ উপহার’ দেয়া হয়। বিগত ১০ বছর ধরে প্রতি রমজান মাসে এই ‘ঈদ উপহার’ দিয়ে আসছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি।

এছাড়া এবারের রমজানে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হয়েছে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে। এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক দুই হাজারের বেশি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ‘ঈদ উপহার’ পৌঁছে দেয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের  নেতৃবৃন্দ সারাদেশে এ ‘ঈদ উপহার’ দানে কাজে সহায়তা করেছেন। তারা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মানবিক কাজগুলো বিগত সময়েও করেছেন, আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০