শেরপুরে কৃষকদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৩
শেরপুরে কৃষকদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ। ছবি: বাসস

শেরপুর, ৮ এপ্রিল ,২০২৫ (বাসস) : জেলার কৃষকদের মধ্যে আজ বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে শতাধিক কৃষকের মধ্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.আইয়ুব আলী, শেরপুর সদর কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি অফিসার রিয়াসাত সাদাত হোসেন, সদরের উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার জাকিয়া জান্নাত, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ ।

জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে শেরপুর সদর উপজেলার ২৬শ নির্বাচিত পাট চাষীর মধ্যে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার প্রাথমিকভাবে শতাধিক কৃষকের মধ্যে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া ও ৬ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

একইভাবে শেরপুরের অন্যান্য  উপজেলার কৃষকরা এ সুবিধা পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
১০