শেরপুরে কৃষকদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৩
শেরপুরে কৃষকদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ। ছবি: বাসস

শেরপুর, ৮ এপ্রিল ,২০২৫ (বাসস) : জেলার কৃষকদের মধ্যে আজ বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে শতাধিক কৃষকের মধ্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.আইয়ুব আলী, শেরপুর সদর কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি অফিসার রিয়াসাত সাদাত হোসেন, সদরের উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার জাকিয়া জান্নাত, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ ।

জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে শেরপুর সদর উপজেলার ২৬শ নির্বাচিত পাট চাষীর মধ্যে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার প্রাথমিকভাবে শতাধিক কৃষকের মধ্যে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া ও ৬ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

একইভাবে শেরপুরের অন্যান্য  উপজেলার কৃষকরা এ সুবিধা পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০