শেরপুর, ৮ এপ্রিল ,২০২৫ (বাসস) : জেলার কৃষকদের মধ্যে আজ বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে শতাধিক কৃষকের মধ্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.আইয়ুব আলী, শেরপুর সদর কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি অফিসার রিয়াসাত সাদাত হোসেন, সদরের উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার জাকিয়া জান্নাত, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ ।
জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে শেরপুর সদর উপজেলার ২৬শ নির্বাচিত পাট চাষীর মধ্যে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার প্রাথমিকভাবে শতাধিক কৃষকের মধ্যে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া ও ৬ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
একইভাবে শেরপুরের অন্যান্য উপজেলার কৃষকরা এ সুবিধা পাবেন।