ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৩:২০
ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী ও সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

কমিশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রাতে একথা জানানো হয়।

এতে বলা হয়, গত অক্টোবর ২০২৩ হতে অব্যাহত ভাবে চলমান এই সামরিক আগ্রাসনে প্রায় ৮০ হাজার নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ ও অসহায় নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও যুদ্ধবিধির সকল নীতিকে পদদলিত করে ইসরাইল ও তার মিত্ররা এই গণহত্যা চালিয়ে যাচ্ছে।

গভীর শোক ও ক্ষোভের সাথে ফিলিস্তিনের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে যারা আহত বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই সংকটের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে এসোসিয়েশন ।

সেইসঙ্গে, ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ সকল মানবাধিকার সংগঠনের প্রতি জোরালো আবেদন জানানো হয়।

ফিলিস্তিনের গাজা ও অন্যান্য অঞ্চলে ইসরাইল কর্তৃক চালানো অব্যাহত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ করে এই  নৃশংসতার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা
বিএনপি নেতা মামুন হত্যা : আওয়ামী লীগ নেতা কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
১০