মহেশপুরে ড্রাগন-পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৩:৩৪
পূর্ব শত্রুতার  কারনে মহেশপুরে ড্রাগন-পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : বাসস

ঝিনাইদহ, ৮ এপ্রিল, ২০২৫ (ঝিনাইদহ): পূর্ব শত্রুতার  কারনে ঝিনাইদহের মহেশপুরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭'শ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত  দুই কৃষকের নাম রকি আহমেদ ও রিঙ্কু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।

সোমবার রাতের আধাঁরে বামনগাছি গ্রামের মাঠে এমন ঘটনা ঘটে। ফল-ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বামনগাছি গ্রামের স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ আগে দুই বিঘা জমিতে ডাগ্রন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগণ ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা।

এদিকে একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক রকি আহমেদ বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা? কোনো মানুষ এমন ক্ষতি করতে পারে? আমি এ ঘটনায় আইনের আশ্রয় নেব।

অপর কৃষক রিংকু মিয়া বলেন, পূর্ব শত্রুতার কারনে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বাসস কে বলেন, এরকম ফসলহানির ঘটনা জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩
দুর্গাপূজাকে ঘিরে কুমিল্লায় নেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
সীমাহীন কষ্টে বাঘ-বিধবারা
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ বৃহস্পতিবার
এ্যাবে’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা
খাগড়াছড়িতে কাশফুলের স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড়
বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ চোরাকারবারি আটক
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
১০