চাঁদপুরে ১৮ চালককে জরিমানা

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৮
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি: বাসস

চাঁদপুর,৮ এপ্রিল ,২০২৫ (বাসস): চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬৩ যানবাহনে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ৭ এপ্রিল বিকেল থেকে রাত ৮ পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালনো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১২টি গাড়ি ও মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া একইদিন রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ৪৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৬টি গাড়ি ও মোটর সাইকেল চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ ৪টি মোটর সাইকেল ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
১০