কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৮

কক্সবাজার, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার চকরিয়ায় গতরাতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারী ব্রীজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয়রা।

মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (৭০)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারীছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারী ব্রীজের অদূরে তাঁর লাশ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে বৃদ্ধ মোহাম্মদ হোসেন মারা গেছেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই স্থানের আশপাশে হাতির করিডর রয়েছে। বন বিভাগ কয়েক মাস ধরে হাতি চলাচলের পথ ও আবাসস্থল এড়িয়ে চলাচলের জন্য মাইকিং ও সভা-সমাবেশ করে আসছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা গেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে, পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা অপমৃত্যুর মামলা করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
১০