কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৮

কক্সবাজার, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার চকরিয়ায় গতরাতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারী ব্রীজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয়রা।

মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (৭০)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারীছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারী ব্রীজের অদূরে তাঁর লাশ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে বৃদ্ধ মোহাম্মদ হোসেন মারা গেছেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই স্থানের আশপাশে হাতির করিডর রয়েছে। বন বিভাগ কয়েক মাস ধরে হাতি চলাচলের পথ ও আবাসস্থল এড়িয়ে চলাচলের জন্য মাইকিং ও সভা-সমাবেশ করে আসছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা গেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে, পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা অপমৃত্যুর মামলা করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০