কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৮

কক্সবাজার, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার চকরিয়ায় গতরাতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারী ব্রীজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয়রা।

মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (৭০)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারীছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারী ব্রীজের অদূরে তাঁর লাশ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে বৃদ্ধ মোহাম্মদ হোসেন মারা গেছেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই স্থানের আশপাশে হাতির করিডর রয়েছে। বন বিভাগ কয়েক মাস ধরে হাতি চলাচলের পথ ও আবাসস্থল এড়িয়ে চলাচলের জন্য মাইকিং ও সভা-সমাবেশ করে আসছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা গেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে, পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা অপমৃত্যুর মামলা করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
১০