ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাবের মৌন মিছিল

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৮
ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার মৌন মিছিল করেছে চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাব। ছবি : বাসস

চাঁদপুর, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাব।

আজ বেলা সাড়ে ১১ টায় এই মৌন মিছিল কর্মসূচি পালিত হয়।

মিছিলটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ঠাকুর বাজার গিয়ে শেষ হয়। মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ সভাপতি সজল পাল,  সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।

এতে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, সদস্য মো. জসীম উদ্দিন, মো. হাসানুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আবু মুছা আল শিহাব, মাহমুদুল হাসান, মোসাদ্দেক হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান নয়ন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রকি চন্দ্র সাহা, সাংবাদিক আক্তার হোসেন শিহাব, সাইফুদ্দিন প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর এই অমানবিক নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজনমতের বিরুদ্ধে গিয়ে ইসরাইল সরকার প্রতিনিয়ত বোমা হামলা করে শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে। 

ফিলিস্তিনের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘আমরা চাইনা হামলা করে মানুষের প্রাণ কেড়ে নেয়ার মতো বর্বর আচরণ করা হোক। আমরা চাই দ্রুত সময়ে একটি মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র হোক।’
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
১০