ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাবের মৌন মিছিল

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৮
ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার মৌন মিছিল করেছে চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাব। ছবি : বাসস

চাঁদপুর, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাব।

আজ বেলা সাড়ে ১১ টায় এই মৌন মিছিল কর্মসূচি পালিত হয়।

মিছিলটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ঠাকুর বাজার গিয়ে শেষ হয়। মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ সভাপতি সজল পাল,  সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।

এতে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, সদস্য মো. জসীম উদ্দিন, মো. হাসানুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আবু মুছা আল শিহাব, মাহমুদুল হাসান, মোসাদ্দেক হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান নয়ন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রকি চন্দ্র সাহা, সাংবাদিক আক্তার হোসেন শিহাব, সাইফুদ্দিন প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর এই অমানবিক নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজনমতের বিরুদ্ধে গিয়ে ইসরাইল সরকার প্রতিনিয়ত বোমা হামলা করে শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে। 

ফিলিস্তিনের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘আমরা চাইনা হামলা করে মানুষের প্রাণ কেড়ে নেয়ার মতো বর্বর আচরণ করা হোক। আমরা চাই দ্রুত সময়ে একটি মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র হোক।’
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ
পূঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত
১০