উচ্চশিক্ষায় ৩টি মৌলিক গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি, চুক্তি স্বাক্ষর

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৭
ছবি : বাসস

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : উচ্চ শিক্ষাস্তরে ৩টি মৌলিক গ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ মঙ্গলবার ইউজিসি সভাকক্ষে পুস্তক প্রকাশ এবং গ্রন্থস্বত্ব বিষয়ে পাণ্ডুলিপি প্রণেতা বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষকের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে ইউজিসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির পক্ষে কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং ‘সতীনাথ ভাদুড়ীর সাহিত্যকর্ম: প্রসঙ্গ ও প্রকরণ’ গ্রন্থের লেখক ড. মাখন চন্দ্র রায়, ‘একুশে আলপনা: মেয়েলি আলপনার রূপান্তর ও নব রাজতৈনিক- সংস্কৃতির বিস্তার’ গ্রন্থের লেখক দীপ্তি রানী দত্ত এবং ‘পঞ্চতন্ত্রের সমাজ, রাজনীতি ও নৈতিক শিক্ষা’ গ্রন্থের লেখক ড. কালীদাস ভক্ত পৃথকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রোকনুজ্জামান, উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. তানজীমউদ্দিন খান বলেন, উচ্চ শিক্ষাস্তরে এ গ্রন্থসমূহ নতুন জ্ঞান সৃজনে সহায়তা করবে। পাণ্ডুলিপিগুলো পুস্তকাকারে প্রকাশিত হলে উচ্চ শিক্ষাস্তরের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি উচ্চ শিক্ষায় মানসম্মত পুস্তক প্রকাশে ইউজিসির সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. তানজীমউদ্দিন খান আরও বলেন, দেশে জুলাই গণঅভ্যুত্থানে অনেক পরিবর্তন হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। ইতিবাচক কাজের মাধ্যমে ইউজিসির ভাবমূর্তি উজ্জ্বল করা হবে বলে তিনি জানান। গবেষণা সহায়তা বৃদ্ধি, নতুন জ্ঞান সৃষ্টি, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষকদের সাথে সম্পর্কোন্নয়নে ইউজিসি কাজ করছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দানের জন্য লেখকেরা ইউজিসিকে ধন্যবাদ জানান। জ্ঞান সৃজন ও বিস্তারে বলিষ্ঠ ভূমিকা রাখতে ইউজিসিকে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন। এছাড়া পাণ্ডুলিপি প্রণেতাগণ মানসম্মত গ্রন্থ প্রকাশে প্রুফ রিডিং, প্রচ্ছদ ডিজাইন এবং মেকআপে ইউজিসিকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, ড. মাখন চন্দ্র রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, দীপ্তি রানী দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাচ্যকলা বিভাগ ও ড. কালীদাস ভক্ত ঢাবি’র সংস্কৃত বিভাগে শিক্ষকতায় যুক্ত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০