ভোলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৬
ছবি : সংগৃহীত

ভোলা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৫০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭ টায় ভোলা সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির জেলার দৌলতখান উপজেলার চর সুভি ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের মৃত ইউনুস শিকদারের ছেলে। তিনি চর সুভি ইউনিয়নের ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর ইউনিয়ন মৎস্য ফেডারেশনের সভাপতি ছিলেন।

এঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ব্যক্তির ভাই জাকির জানান, বরিশালে মৎস্য ফেডারেশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে দৌলতখানের বাসা থেকে বের হন হুমায়ুন কবির ও তার দুই সহযোগী। মোটরসাইকেলযোগে তারা বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ভোলা শহরের আলিনগরে মাদ্রাসা বাজার এলাকায় আসলে তাদের মোটরসাইকেলটি একটি কুকুরকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবেনা : নাহিদ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি’র সংস্কার কমিশন কমিটির বৈঠক বৃহস্পতিবার
অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশসহ ৭ দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত ইইউ’র
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজন গ্রেফতার
ডিএনসিসির কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা কমিটি
ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
মালয়েশিয়ায় কূটনৈতিক সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
দুষ্কৃতকারীরা মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বসতবাড়িতে আগুন দিয়েছে
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টার আহ্বান 
১০