ভোলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৬
ছবি : সংগৃহীত

ভোলা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৫০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭ টায় ভোলা সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির জেলার দৌলতখান উপজেলার চর সুভি ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের মৃত ইউনুস শিকদারের ছেলে। তিনি চর সুভি ইউনিয়নের ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর ইউনিয়ন মৎস্য ফেডারেশনের সভাপতি ছিলেন।

এঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ব্যক্তির ভাই জাকির জানান, বরিশালে মৎস্য ফেডারেশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে দৌলতখানের বাসা থেকে বের হন হুমায়ুন কবির ও তার দুই সহযোগী। মোটরসাইকেলযোগে তারা বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ভোলা শহরের আলিনগরে মাদ্রাসা বাজার এলাকায় আসলে তাদের মোটরসাইকেলটি একটি কুকুরকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
১০