পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দু’জন আটক

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৫১
ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পতেঙ্গায় চারটি দেশীয় অস্ত্র ও তিন হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ৪ টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের মোহনা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

আটককৃত দুইজন হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. ওয়াহিদ হেলাল (২৮) এবং জুনাইদুল ইসলাম সামী (২৬)। তাদের বিরুদ্ধে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন চ্যানেলের মোহনা এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র এবং তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কোস্ট গার্ড দুইজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ
পূঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত
১০