পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দু’জন আটক

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৫১
ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পতেঙ্গায় চারটি দেশীয় অস্ত্র ও তিন হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ৪ টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের মোহনা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

আটককৃত দুইজন হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. ওয়াহিদ হেলাল (২৮) এবং জুনাইদুল ইসলাম সামী (২৬)। তাদের বিরুদ্ধে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন চ্যানেলের মোহনা এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র এবং তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কোস্ট গার্ড দুইজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
১০