জবি’র ভর্তিতে কোটায় আবেদনের তারিখ ঘোষণা

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৬

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ সেশনের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে কোটায় ভর্তি আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আবেদন আজ (৮ এপ্রিল) থেকে শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কোটাভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

কোটায় ভর্তির জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে আগামী ১৭ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের www.admission.jnu.ac.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পূরণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিতে মোট ছয় ধরনের কোটা রাখা হয়েছে। এগুলো হলো: মুক্তিযোদ্ধা কোটা-শুধু মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য (FFQ), , ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (SEQ),হরিজন ও দলিত কোটা (HDQ), প্রতিবন্ধী কোটা (PDQ), খেলোয়াড় কোটা (BKSP) ও পোষ্য কোটা (WQ)|

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০