গোপালগঞ্জ, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ ২০২৪- ২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বাছাইকৃত ৭০ জন জেলের মধ্যে এসব এ বকনা বাছুর বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ খালিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।