সিলেটে বাসচাপায় স্কুল শিক্ষিকা নিহত ও বিজিবি সদস্য আহত

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:২৩

সিলেট, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেটের জকিগঞ্জে বাসচাপায় এক স্কুল শিক্ষিকা নিহত ও একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। নিহত ও আহত দুজন সম্পর্কে ভাই-বোন। 

আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের থানা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষিকার নাম তাসনিয়া পারভীন জুঁই (২৭) ও আহত হন তার ছোট ভাই ইমদাদুল হক ইমন (২৪)। ইমন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তাদের বাবা আমিনুল হক বাচ্চুও একজন অবসরপ্রাপ্ত বিজিবি কমান্ডার।

ওসি জানান, উপজেলার থানা বাজার এলাকায় সিলেট থেকে জকিগঞ্জগামী একটি বাসের ধাক্কায় জুঁই ও ইমনকে বহনকারী মোটরসাইকেল সড়ক থেকে ছিটকে পড়ে। এতে দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুঁইকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি হেফাজতে নিয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি জহিরুল ইসলাম মুন্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ 
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার 
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শজিমেক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০