নেত্রকোনায় হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:৩০
প্রতীকী ছবি। পেক্সেলস

নেত্রকোনা (হাওরাঞ্চল), ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার খালিয়াজুরি উপজেলায় আজ হাওরে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিজাম উদ্দিন (৩২) নামের এক কৃষক মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেলে খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণের লেংরির হাওরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নিজাম উদ্দিন জেলার খালিয়াজুরি উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে। 
এ সময় তার সঙ্গে থাকা রানু মিয়া (৪৫) নামের আরেক কৃষক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিজাম উদ্দিন ও রানু মিয়াসহ বেশ কয়েকজন কৃষক আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার রসুলপুর গ্রামের দক্ষিণের লেংরির হাওরে বোরো ধান কাটছিলেন। ধান কাটার শেষে বিকেল সোয়া পাঁচটা দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে নিজাম উদ্দিন ও রানু মিয়ার শরীর ঝলসে যায়। এ সময় সঙ্গে থাকা ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত রানু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন বলেন, বজ্রপাতে একজন কৃষক নিহত ও আরেকজন আহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
পহেলা মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’
মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের
অনলাইন জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো
ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু
প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
ইউক্রেন শান্তি আলোচনা ‘সহজ নয়’: ন্যাটো প্রধান রুটে
১০