নেত্রকোনায় হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:৩০
প্রতীকী ছবি। পেক্সেলস

নেত্রকোনা (হাওরাঞ্চল), ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার খালিয়াজুরি উপজেলায় আজ হাওরে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিজাম উদ্দিন (৩২) নামের এক কৃষক মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেলে খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণের লেংরির হাওরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নিজাম উদ্দিন জেলার খালিয়াজুরি উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে। 
এ সময় তার সঙ্গে থাকা রানু মিয়া (৪৫) নামের আরেক কৃষক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিজাম উদ্দিন ও রানু মিয়াসহ বেশ কয়েকজন কৃষক আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার রসুলপুর গ্রামের দক্ষিণের লেংরির হাওরে বোরো ধান কাটছিলেন। ধান কাটার শেষে বিকেল সোয়া পাঁচটা দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে নিজাম উদ্দিন ও রানু মিয়ার শরীর ঝলসে যায়। এ সময় সঙ্গে থাকা ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত রানু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন বলেন, বজ্রপাতে একজন কৃষক নিহত ও আরেকজন আহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০