নেত্রকোনায় হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:৩০
প্রতীকী ছবি। পেক্সেলস

নেত্রকোনা (হাওরাঞ্চল), ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার খালিয়াজুরি উপজেলায় আজ হাওরে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিজাম উদ্দিন (৩২) নামের এক কৃষক মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেলে খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণের লেংরির হাওরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নিজাম উদ্দিন জেলার খালিয়াজুরি উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে। 
এ সময় তার সঙ্গে থাকা রানু মিয়া (৪৫) নামের আরেক কৃষক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিজাম উদ্দিন ও রানু মিয়াসহ বেশ কয়েকজন কৃষক আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার রসুলপুর গ্রামের দক্ষিণের লেংরির হাওরে বোরো ধান কাটছিলেন। ধান কাটার শেষে বিকেল সোয়া পাঁচটা দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে নিজাম উদ্দিন ও রানু মিয়ার শরীর ঝলসে যায়। এ সময় সঙ্গে থাকা ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত রানু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন বলেন, বজ্রপাতে একজন কৃষক নিহত ও আরেকজন আহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০