কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২৩:১৪
যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, বাম থেকে নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আগামীকাল  বুধবার সকালে ঢাকায় আসবেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর।  

সফরের সাথে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বাসসকে জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধিদের সাথে দেখা করবেন।  

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রতিনিধিদলটির। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন এ সময় অ্যান্ড্রু হেরাপের সাথে যোগ দিতে পারেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন ‘যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের সকল দিক নিয়ে আলোচনা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০