মাগুরা শ্রীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৩:২৪
ছবি : বাসস

মাগুরা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির বিশ্বাস (২০) নামে এক যুবক নিহত হয়েছে। 

তিনি উপজেলার সোনাতুন্দী গ্রামের একজন ছেলে।

সাব্বিরের চাচা মিন্টু বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার বিকালে সাব্বির বন্ধু ইমনকে আনতে সোনাতুন্দী গ্রামের বাড়ি থেকে ওয়াপদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিকাল ৫টায়  কমলাপুর কলেজ রোডে পৌঁছালে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে  সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে । প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ 
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার 
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শজিমেক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০