নাটোরে নিহত কন্যা শিশুর পরিবারের পাশে তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৪:৩১
মঙ্গলবার নাটোরের বড়াইগ্রামে নিহত কন্যা শিশুর পরিবারের হাতে সহায়তা তুলে দেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ। ছবি: বাসস

নাটোর, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার বড়াইগ্রামে হত্যার শিকার কন্যাশিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত শিশুর পরিবারটিকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে উপস্থিত হয়ে তারেক রহমানের পক্ষে ঐ পরিবারের হাতে সহায়তা তুলে দেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাড. আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিনুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিহত শিশুর পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ন্যায় বিচারপ্রাপ্তির ক্ষেত্রে জেলা বিএনপি নিহত পরিবারের পাশে থাকবে।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে গতকাল শিশুটির মরদেহ উদ্ধার করার পরই ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই নিহত শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছি আমরা।

উল্লেখ্য, জেলার বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর জুঁই খাতুন নামে এক ৭ বছরের কন্যা শিশুর মরদেহ পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়। 

নিহত ওই শিশু বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০