সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৪:৪০
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : বাসস

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কাজটি (একটিভলি) সক্রিয়ভাবে এগিয়ে চলছে বলে জানালেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের মূল ভবন ও এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব স্থাপনাগুলো পরিদর্শন শেষে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতির  বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি আজ এ কথা বলেন।

এদিকে, সুপ্রিম কোর্টের আপিল গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাধারণ বিচারপ্রার্থী যারা বিভিন্ন প্রয়োজনে কোর্টে আসেন ইতঃপূর্বে তাদের সুবিধার জন্য পাইলট প্রকল্প হিসেবে দুটো ডেডিকেটেড স্থানে পুরুষ, মহিলা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য টয়লেট চালু করা হয়েছে। এই প্রকল্পটি  ভবিষ্যতে দেশের অন্যান্য আদালত প্রাঙ্গণে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধান বিচারপতি এ উদ্যোগকে জনগণের প্রতি  সামাজিক দায়বদ্ধতার অংশ ও একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন। সেই সাথে ব্র্যাক প্রকল্পটি বাস্তবায়ন করায় তাদের প্রতি ধন্যবাদ জানান প্রধান বিচারপতি।'

এরপর তিনি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিচার বিভাগ নিয়ে তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞাসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ 
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার 
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শজিমেক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০