কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৪:৪৭
বুধবার সকাল ১০টায় কুমিল্লা আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১০টায় কুমিল্লা আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘বিচারপ্রার্থী মানুষ যখন আদালতে আসে, সেখানে তাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা থাকে না। পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের জন্য সন্তানদের দুধ পান করানোর কোন ব্যবস্থা ছিলো না। তাদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্নার, পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেট এবং মুদি দোকান রয়েছে। 

তিনি আরও বলেন, আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সংবলিত নিরাপদ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার মতো কুমিল্লায়ও "ন্যায়কুঞ্জ" উদ্বোধন করা হলো। আজ থেকে আদালতে আসা বিচারপ্রার্থীদের ন্যায়কুঞ্জে বিশ্রামের সব সুযোগ সুবিধা রয়েছে।

ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছির আরাফাত, জেলা পিপি এ্যাড. মো. কাইমুল হক রিংকু, জেলা জিপি এ্যাড. মো. তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. শহীদ উল্লাহ ও সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার মিজানুর রহমানসহ আদালতে কর্মরত বিচারকরা ও  আইনজীবীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আগত বিচারপ্রার্থী জনগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০