কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৪:৪৭
বুধবার সকাল ১০টায় কুমিল্লা আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১০টায় কুমিল্লা আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘বিচারপ্রার্থী মানুষ যখন আদালতে আসে, সেখানে তাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা থাকে না। পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের জন্য সন্তানদের দুধ পান করানোর কোন ব্যবস্থা ছিলো না। তাদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্নার, পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেট এবং মুদি দোকান রয়েছে। 

তিনি আরও বলেন, আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সংবলিত নিরাপদ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার মতো কুমিল্লায়ও "ন্যায়কুঞ্জ" উদ্বোধন করা হলো। আজ থেকে আদালতে আসা বিচারপ্রার্থীদের ন্যায়কুঞ্জে বিশ্রামের সব সুযোগ সুবিধা রয়েছে।

ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছির আরাফাত, জেলা পিপি এ্যাড. মো. কাইমুল হক রিংকু, জেলা জিপি এ্যাড. মো. তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. শহীদ উল্লাহ ও সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার মিজানুর রহমানসহ আদালতে কর্মরত বিচারকরা ও  আইনজীবীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আগত বিচারপ্রার্থী জনগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত
সোশ্যাল মিডিয়ার উপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা শিশুদের নিরাপদ রাখবে না বলে সতর্ক করেছে ইউটিউব
নানা আয়োজনে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০