বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ  এক পাচারকারী আটক

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:২৪
বুধবার বরগুনার পাথারঘাটায় কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারীকে আটক। ছবি: বাসস

বরগুনা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার পাথারঘাটা উপজেলায় কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে। 

আজ বুধবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা এইচএম হারুন অর রশীদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।  

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি একই এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমানের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন এবং পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাংস এবং আটক পাচারকারীকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তরর করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। আটক হওয়া মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ 
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার 
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শজিমেক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০