বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ  এক পাচারকারী আটক

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:২৪
বুধবার বরগুনার পাথারঘাটায় কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারীকে আটক। ছবি: বাসস

বরগুনা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার পাথারঘাটা উপজেলায় কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে। 

আজ বুধবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা এইচএম হারুন অর রশীদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।  

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি একই এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমানের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন এবং পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাংস এবং আটক পাচারকারীকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তরর করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। আটক হওয়া মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০