ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:৪৯
ছবি : বাসস

ঢাকা ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ বুধবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গণিত শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, যারা গণিতে দক্ষ হয়, তারা যেকোনো সমস্যা যুক্তির মাধ্যমে দ্রুত সমাধান করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশে প্রজ্ঞাবান শিক্ষকবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা গণিতে দক্ষতা অর্জন করবে এবং নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন এবং পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রমে দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষে সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ৩ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তারা হলেন-১ম বর্ষের ফাহিয়া হক আফনান, ২য় বর্ষের মেহেবুবা চৌধুরী এবং ৩য় বর্ষের মালিক সাবিহা তাসমিন।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর
ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম
১০