কুমিল্লা (দক্ষিণ), ১৬এপ্রিল, ২০২৫ (বাসস) : দুই ঘণ্টা পর দুপুর ২টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে যান চলাাল শুরু হয়েছে।
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার বেলা পৌনে ১২টায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন বে-সরকারিপলিটেকনিক ইনস্টিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। পরে সেখানে তারা বসে সড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের উভয় লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ছয় কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবরোধ স্থলে আসে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। পরে বেলা ২টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। শিক্ষার্থীরা মহাসড়ক থেকে চলে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে মহাসড়কে অবরোধ স্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্ধীদের সঙ্গে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে বেলা ২টা থেকে যান চলাচল শুরু হয়।