দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৯
ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৬এপ্রিল, ২০২৫ (বাসস) : দুই ঘণ্টা পর দুপুর ২টায়  শিক্ষার্থীরা মহাসড়ক থেকে  সরে গেলে  ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে  যান চলাাল শুরু হয়েছে।
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বুধবার বেলা পৌনে ১২টায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন বে-সরকারিপলিটেকনিক ইনস্টিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। পরে সেখানে তারা বসে সড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের উভয় লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ছয় কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবরোধ স্থলে আসে। এসময় শিক্ষার্থীদের  সঙ্গে আলোচনা করে। পরে বেলা  ২টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। শিক্ষার্থীরা মহাসড়ক থেকে চলে গেলে যানবাহন চলাচল শুরু হয়।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে মহাসড়কে অবরোধ স্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্ধীদের সঙ্গে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে বেলা ২টা থেকে যান চলাচল শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
১০