কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৭:২৭
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি জানান, প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বন্ধকালীন সময় মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস হ্রদে মৎস্য আহরণ, বিপণন, সংরক্ষণ ও পরিবহণের ওপর নিষেধাজ্ঞা বহাল  থাকবে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি মৎস্য  বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো:  ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলাপ্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য ব্যবসায়ী আব্দুল শুক্কুর, মাহফুজ আলম প্রমুখ।

কাপ্তাই হ্রদে বন্ধ সময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা (চাল) দেয়া হবে এবং পাশাপাশি হ্রদে মাছ শিকার বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা  প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর
ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম
১০