আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ঢাবি’তে সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:১১
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ঢাবি’তে সেমিনার অনুষ্ঠিত। ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বন ও খাদ্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাবি’র উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি সেমিনারের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো ক্রমাগত চর্চার মধ্যে রাখতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিদিনই আমাদের কিছু না কিছু করা উচিত। এক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার সুযোগ রয়েছে। পরিবেশ সংরক্ষণের কার্যক্রমগুলো ব্যক্তি পর্যায় থেকে ধীরে ধীরে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। বসবাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আসফাক আহমদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় প্রয়াত সাঈদী’র ওপর নির্মিত ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শনী
সুন্দরবন থেকে বিষের বোতল জব্দ
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ
সবার প্রিয় পাহাড়ের খাবার মুন্ডি
ছাত্র-জনতার অভ্যুত্থানকালের ২৬টি মামলায় চার্জশিট
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, ব্যবহার করেছে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র : কিয়েভ
ফেড কর্মকর্তারা কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সেই সুখরঞ্জন বালির অভিযোগ দাখিল
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
১০