ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো: শাহিনুল আলম বলেছেন, বিএমইউকে আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিক্যাল শিক্ষা ও গবেষণা, উন্নতমানের চিকিৎসা সেবায় নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, এখান থেকেই ইভিডেন্স বেইসড মেডিসিন, চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরিসহ গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মেডিক্যাল অডিটের যাত্রা শুরু হলো।
আজ বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) তিনদিনব্যাপী ইভিডেন্স বেইসড মেডিসিনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় তিনি প্রশিক্ষণার্থী বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসকদের মাঝে সনদ বিতরণ করেন।
কর্মশালার তৃতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল বক্তৃতা ও প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ডেল মেডিক্যাল স্কুল এট ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন এর প্রফেসর রুমি আহমেদ খান। প্রবন্ধের মূল বিষয় ছিল ‘এন ইন্টারএ্যাক্টিভ ডিসকাশন অফ ক্লিনিক্যাল অডিট ’।
মেডিকেল অডিট এবং ইভিডেন্স বেইসড মেডিসিন (ইবিএম) বা প্রমাণ ভিত্তিক চিকিৎসাবিদ্যার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএমইউ-কে গণআকাঙ্খার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। চিকিৎসা সেবার গুণগতমান বৃদ্ধিসহ স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মেডিক্যাল অডিটের বিরাট ভূমিকা রয়েছে। দেশে উচ্চতর চিকিৎসা শিক্ষা প্রদান ও উন্নত মানের চিকিৎসা সেবা দেয়ার প্রধানতম প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)।
কর্মশালায় জানানো হয়, মেডিক্যাল অডিট হলো চিকিৎসা প্রতিষ্ঠানে দেওয়া চিকিৎসা সেবার মান, কার্যকারিতা এবং নিরাপত্তা মূল্যায়নের এমন একটি ব্যবস্থা যা স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল অডিট (রোগীর চিকিৎসা সংক্রান্ত), ইনফেকশন কন্ট্রোল অডিট, মৃত্যু অডিট, ড্রাগ অডিট (ওষুধ ব্যবহারের পর্যালোচনা) ইত্যাদি মেডিক্যাল অডিটের অন্তর্ভুক্ত।
বিএমইউ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির অবস এন্ড গাইনী বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, শিশু বিভাগ এবং ইন্টারন্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় আইকিউএসি এর ২০ জন শিক্ষক, চিকিৎসক অংশ নেন। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলী।
উল্লেখ্য, কর্মশালার প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: আব্দুস শাকুর এবং দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ জার্নাল এর নির্বাহী এডিটর অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান।