কুমিল্লায় অস্ত্রসহ ৯ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৪:২৬

কুমিল্লা (দক্ষিণ), ২৭এপ্রিল, ২০২৫ (বাসস) : কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থান থেকে আজ ভোরে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে অস্ত্রসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলে কিশোর গ্যাং ও অস্ত্র চক্র দমনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের ২৩ বীর পরিচালিত এবং র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ এলাকায় কিশোর গ্যাং ও অস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জনকে আটক হয়। এদের মধ্যে  কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় পরিচালিত অভিযানে মো: রুবেল (৩৫), স্থানীয় অস্ত্র সরবরাহকারীকেও গ্রেফতার করা হয়। এছাড়া কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকা থেকে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়।

অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের তথ্যমতে, কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১), হুমায়ূন কবির (৪৫)  এবং মোঃ রাফিউল আলম শফিকে (২০) বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০