সিলেট, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবিতে নিখোঁজ পাথর শ্রমিক সাজল মিয়ার (৩৪) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
নিহত সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় স্থানীয়রা সাজল মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। তারা থানায় খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ নিখোঁজ শ্রমিকের লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাফলং পাথর কোয়ারীর নিষিদ্ধ ইসিএ এলাকা থেকে পাথর আনতে যায় একদল শ্রমিক। ফেরার পথে বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এই সময় শ্রমিক সাজলসহ পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়।
গোয়াইনঘাট থানার এসআই আব্দুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর সাজলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।