লক্ষ্মীপুর, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কমলনগর উপজেলায় আজ বজ্রপাতে শাহনাজ বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ রোববার বিকালে কমলনগর উপজেলার চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বেগম জেলার কমলনগর উপজেলার চরফলকন এলাকার ফারুক হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে কালবৈশাখীর ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এসময় কমলনগর উপজেলার চরফলকন এলাকার নিজ বাড়ির পাশে আম কুড়াতে যান শাহনাজ বেগম। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শাহনাজ বেগম।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম, রোববার বিকালে বজ্রপাতে শাহনাজ বেগম নামের এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।