চট্টগ্রামে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:২৭

চট্টগ্রাম, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ এবং দস্যুতা মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া, বন্দর, জেলার সীতাকুন্ড এবং ফেনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি কালামিয়া বাজার এলাকার মৃত শুক্কুরের ছেলে মো. রাহিম (৩৯), সীতাকুন্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহজাহনের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি সোনারগাঁ থানার সনমান্দি গ্রামের সুমন আলীর ছেলে শাহ জালাল (২৯) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের সামসুর রহমানের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. তাওহিদুল (২৩)।

র‌্যাব জানায়, আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০