চট্টগ্রামে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:২৭

চট্টগ্রাম, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ এবং দস্যুতা মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া, বন্দর, জেলার সীতাকুন্ড এবং ফেনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি কালামিয়া বাজার এলাকার মৃত শুক্কুরের ছেলে মো. রাহিম (৩৯), সীতাকুন্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহজাহনের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি সোনারগাঁ থানার সনমান্দি গ্রামের সুমন আলীর ছেলে শাহ জালাল (২৯) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের সামসুর রহমানের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. তাওহিদুল (২৩)।

র‌্যাব জানায়, আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাজেদা, কাটা পড়লো গরুটিও
১০