চট্টগ্রামে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:২৭

চট্টগ্রাম, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ এবং দস্যুতা মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া, বন্দর, জেলার সীতাকুন্ড এবং ফেনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি কালামিয়া বাজার এলাকার মৃত শুক্কুরের ছেলে মো. রাহিম (৩৯), সীতাকুন্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহজাহনের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি সোনারগাঁ থানার সনমান্দি গ্রামের সুমন আলীর ছেলে শাহ জালাল (২৯) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের সামসুর রহমানের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. তাওহিদুল (২৩)।

র‌্যাব জানায়, আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০