নোয়াখালী, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার বেলা পৌঁনে ১২ টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার দালালবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন কালা জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদ ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা পৌঁনে ১২ টার দিকে আবুল কালাম-সহ চারজন শ্রমিক জেলা সদরের জালিয়াল গ্রামের দালালবাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয় এবং পৌঁনে ১২ টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিনজন শ্রমিক নিরাপদ স্থানে চলে যেতে পারলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি সরে যেতে পারেননি। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, বজ্রপাতে নুরুল আমিন কালা নামের একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।