রাঙ্গামাটি, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার লংগদু উপজেলায় আজ ২৭৭ সিএফটি অবৈধ গামারি কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার রাজনগর ব্যাটালিয়ন, ৩৭ বিজিবি’র সদস্যরা লংগদু উপজেলার জারুলছড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ জব্দ করেন।
রাজনগর ব্যাটালিয়ন, ৩৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হাসান আজ দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন।
লে. কর্নেল মো. নাহিদ হাসান জানান, রাজনগর ব্যাটালিয়ন, ৩৭ বিজিবি’র সদস্যরা রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার জারুলছড়া নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৭৭ সিএফটি গামারি কাঠ জব্দ করেন। জব্দকৃত কাঠের সিজার মূল্য প্রায় চারলাখ ১৫ হাজার পাঁচশ’ টাকা। জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।