টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ আটাবের

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৫০

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস):  বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের (আটাব) কার্যনির্বাহী কমিটি (ইসি) জানিয়েছে, তারা টিকিট সিন্ডিকেটে জড়িত তাদের কোনো সদস্যের পক্ষ নেবে না।

আজ আটাব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি টিকিট সিন্ডিকেট, কালোবাজারি এবং যাত্রীর নাম ছাড়া টিকিট মজুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটাব সদস্য ও নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক সবুজ মুন্সি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সরকারি তদন্ত কমিটির কাছ থেকে ‘কারণ দর্শানোর’ নোটিশ পেয়েছেন।

আজ ২৬ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত আটাব কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সভায় সর্বসম্মতিক্রমে সবুজ মুন্সিকে আটাবের কার্যনির্বাহী কমিটি, সকল স্ট্যান্ডিং কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সরকারি তদন্ত কমিটি টিকিট সিন্ডিকেশন, নামহীন টিকিট বুকিং, মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগের কারণে সবুজ মুন্সিকে কেন তার লাইসেন্স বাতিল করা হবে না তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

আটাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সবুজ মুন্সি কমিটির সভাপতি, মহাসচিব এবং অন্যান্য সদস্যদের কাছে অভিযোগ থেকে মুক্তির জন্য সহায়তা চেয়েছিলেন।

তবে কার্যনির্বাহী কমিটির অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি এখন বা ভবিষ্যতে কোনো ধরনের সহায়তা পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘রাগ ও হতাশা থেকে সবুজ মুন্সি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে আটাবের কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর প্রচার এবং অপপ্রচার চালাচ্ছেন।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান আটাব কমিটি এয়ারলাইন্সের উচ্চমূল্যের টিকিট এবং নামবিহীন ব্লক টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

কার্যনির্বাহী কমিটি টিকিটের দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট নির্মূল করতে সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০