নীলফামারীতে রক্তদাতাদের ডিজিটাল প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:১৬
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘হিমোগ্লোবিন’-এর কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ছবি : বাসস

নীলফামারী, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস): ‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শীর্ষক স্লোগান নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রক্ত দাতা ও গ্রহিতাদের ডিজিটাল প্লাটফর্ম  ‘হিমোগ্লোবিন’-এর কার্যক্রম শুরু হয়েছে। 
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘হিমোগ্লোবিন’-এর কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, রক্তের তথ্য সংরক্ষণ ও আপডেট করা, দ্রুততম সময়ে রক্তদাতা খুঁেজ দেয়া, স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো, নিয়মিত রক্তদাতাদের স্বীকৃতি-সহ একটি সমন্বিত প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। রক্তের তথ্য সংরক্ষণের একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হচ্ছে ‘হিমোগ্লোবিন’।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, www.hemoglobin-nil.com ওয়েবসাইটে গিয়ে জন্ম তারিখ, মোবাইল নম্বর, পিতা ও মাতার নাম, ব্লাড গ্রুপ উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০