নাটোর, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার লালপুর উপজেলায় আজ ভুয়া লেভেল ব্যবহার করে আইসবার প্রস্তুত ও খাদ্য পণ্যে নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার করার দায়ে দুইটি আইসক্রিম ফ্যাক্টরিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার লালপুর উপজেলা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে ভুয়া লেভেল ব্যবহার করে আইসবার প্রস্তুত করায় শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরীর মালিক কোরবান আলীকে ৪০ হাজার টাকা এবং ভুয়া লেভেল ব্যবহার করে আইসবার প্রস্তুত ও খাদ্য পণ্যে নিষিদ্ধ ঘন-চিনি ব্যবহার করায় বর্সা আইসক্রিমের মালিক আনারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।