দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও’র দুর্নীতি অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:০২

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : অব্যাহতি পাওয়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)-এর বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘আপনারা যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এ জাতীয় যে কোন অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। এবং আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আমাদের অগ্রগতি শিগগিরই জানতে পারবেন।’

তিনি বলেন, দুইজন উপদেষ্টার সাবেক এপিএস ও পিও-র যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সে বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন-বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এ বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদের যথাসময়ে জানাবো। 
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত
জয়পুরহাটের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় রেস্টুরেন্টকে জরিমানা 
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাল নোট প্রতিরোধে বিজিবি’র নজরদারি জোরদার
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
খুলনার ঝপঝপিয়া নদীর ভাঙনে আতঙ্কে ছয় গ্রামের বাসিন্দা 
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
১০