দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও’র দুর্নীতি অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:০২

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : অব্যাহতি পাওয়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)-এর বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘আপনারা যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এ জাতীয় যে কোন অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। এবং আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আমাদের অগ্রগতি শিগগিরই জানতে পারবেন।’

তিনি বলেন, দুইজন উপদেষ্টার সাবেক এপিএস ও পিও-র যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সে বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন-বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এ বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদের যথাসময়ে জানাবো। 
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০