দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও’র দুর্নীতি অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:০২

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : অব্যাহতি পাওয়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)-এর বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘আপনারা যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এ জাতীয় যে কোন অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। এবং আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আমাদের অগ্রগতি শিগগিরই জানতে পারবেন।’

তিনি বলেন, দুইজন উপদেষ্টার সাবেক এপিএস ও পিও-র যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সে বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন-বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এ বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদের যথাসময়ে জানাবো। 
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০