নড়াইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২১:০৬
প্রতীকী ছবি

নড়াইল, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার লোহাগড়া উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক নাসির হোসেন (৪৭) নিহত হয়েছেন।

আজ রোববার বিকাল সোয়া ৪টায় উপজেলার লোহাগড়া-নড়াইল সড়কের বসুপটি বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাসির হোসেন জেলার লোহাগড়ার উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সোয়া ৪টার দিকে বসুপটি বাসস্ট্যান্ডের কাছে নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি- চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চালক নাসির হোসেন নিহত হন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ এবং তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহত নাসির হোসেনের মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০