কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২২:৩৩

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): কুমিল্লা শহরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরপরও, গত ২৫ এপ্রিল বিকেলে কুমিল্লা শহরের কান্দির পাড়, আদালত পাড়া ও তাল পুকুর পাড় এলাকায় কিছু কুখ্যাত কিশোর গ্যাং সদস্য অস্ত্রসহ অবস্থান ও শক্তি প্রদর্শন করে বলে জানা যায়।

এরই পরিপ্রেক্ষিতে, আজ সেনাবাহিনী ও র‌্যাব ফোর্সের সমন্বয়ে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার রেসকোর্স এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১টি ৯ এম. এম. পিস্তল, ১টি রিভলভার, ৪ রাউন্ড পিস্তলের অ্যামুনিশন, ৮ রাউন্ড রিভলভার অ্যামুনিশন, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ২ বোতল মদ, মোবাইলফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, অন্যান্য সরঞ্জামাদি এবং গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের যথাযথ প্রক্রিয়ায় কুমিল্লা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাধারণ জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০